
শনিবার ০৩ মে ২০২৫
মিল্টন সেন: বর্ষবরণের রাতে মদ্যপ দুষ্কৃতীর ছুরিকাঘাতে খুন হতে হল শ্রমিককে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত জুটমিল শ্রমিকের নাম ওমপ্রকাশ রাজভর (২৫)। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওমপ্রকাশের বাড়ি ভদ্রেশ্বর থানার অন্তর্গত চাঁপদানি ফেসুয়াবাগান এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে চাঁপদানির ডালহৌসি জুটমিলে কাজ করতেন। তাঁর বাবা রামচন্দ্র রাজভর নর্থব্রুক জুটমিলের শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে বর্ষবরণ উপলক্ষে ফেসুয়াবাগান এবিএস ক্লাবের মাঠে ফুটবল খেলা চলছিল। রাত সাড়ে ১১টা নাগাদ খেলা শেষ হওয়ার পর বক্স বন্ধ করে দেওয়া হয়। রোহিত বেনবনসি নামে এক যুবক মদ্যপ অবস্থায় দলবল নিয়ে সেখানে হাজির হন। বক্স কেন বন্ধ করা হয়েছে তা নিয়ে শুরু হয় বচসা। ওমপ্রকাশের সঙ্গে বচসা চলতে চলতে হটাৎই হাতাহাতি শুরু হয়ে যায়। তখন হঠাৎ রোহিত ছুরি বার করে ওমপ্রকাশকে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই ওমপ্রকাশকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রোহিত। আহত অবস্থায় ওই জুটমিল শ্রমিককে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রোহিতকে গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। বুধবার সকালে নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের তদন্তকারী দল। মৃত যুবকের দাদা আনমোল রাজভর অভিযুক্তের কঠোর শাস্তি দাবী করেছেন। এই প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, রাতে নিজেদের মধ্যে বচসা থেকে ছুরি মেরে একজনকে খুন করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ছবি: পার্থ রাহা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী